রাজ পথে লাশের গন্ধ, বিবেক পড়ে আছে মুখ থুবড়ে ,
মানবিকতার রক্তে হোলি খেলছে বন-শুকরের দল।  
আগ্রাসী ক্ষুধায় হা করে আছে মহাকাল ,
এমন দায়বদ্ধতা থেকে মুক্তি চায় না  কে ?  
কে  হাটতে চায়  রাজপথ ধরে, সাহসী পতাকা তুলে ?
মনের চোখে ছানি পড়েছে যার যতো বেশি
অভাবের সাথে সাক্ষাৎ তার ততো কম ।
নিষ্ঠুরতার ছাপ ফেলে নব্য  সৃষ্টিরই যখন জয় জয়কার
তখন পুড়নো ঐতিহ্যর সুর তুলে -
কে গাইবে জোরালো কণ্ঠে মুক্তির গান ?
এ বিস্তৃত দাবানলে মানুষই যখন চিতার কাঠ
সমাজ যখন উপহারে উন্মুখ একের পর এক মৃত্যুর ভিন্ন রূপ দেখাতে,  
অতঃপর প্রশ্ন একটাই , কি মানে এভাবে বেঁচে থাকার ,
কি আছে এমন নির্লজ্জতায় ?