একটু একটু করে খুঁটে খাই ,স্মৃতির পাত্র থেকে তোমার দেয়া কষ্ট গুলো
সকাল, দুপুর, রাত অথবা অনিয়মিত কোন প্রহরে ।
সুখের স্পন্দনগুলো আজ বড় ফ্যাকাসে লাগে
বড় বেশী বেমানান , একঘেয়ে ।
তুমি চাইলেও হয়তো সুখী করতে পারতে না
আর তাইতো তোমার প্রস্থান ছিলো  অনিবার্য ।
বলেছিলাম , আমার শম্বুক ন্যায়  জীবন গতিতে
পা মেলাতে এসো না , পিছলে যাবে অধৈর্যের শেওলায়
তুমি শুনলে না ।
সেই তো চোলেই গেলে, আর আমি
পড়ে রইলাম ভাঙ্গা পৃথিবীর উঠোনে
ব্যথার কাষ্ঠে স্বপ্নেরা পুড়ে ছাই
হিমেল খরতাপে রক্তের রঙ হয় কালো থেকে কেবলই কালো ।
তোমার পাশবিক শক্তির অভিনয়ে হার মেনেছিলাম
আর তাইতো , এতো বেশী  এলোমেলো করেছো আমাকে,
এক মুঠো সুখ দিতে না দিতেই তুমি মেতে ছিলে
দেনা পাওনার হিসেবে, প্রাপ্তির দাঁড়িপাল্লায় জিততে।
না বোঝার বোঝা কাঁধ থেকে ছুড়ে ফেলে
ফিরে গেলে,  স্মৃতির বধ্যভূমিতে ফেলে এই আমাকে ।
আর আমি পড়ে রই সেই বিনাশী পৃথিবীর
অবিনাশী কান্নায়।