আমার কাছে প্রেমের আছে
অন্য রকম মানে,
অন্য রকম বীণায় বাজে
ভিন্ন সুরের গানে।
প্রয়োজনহীন প্রকাশিত প্রেম  
গোপনেই থাকা ভালো,
না বলায় যতো সুধা বিজড়িত
অনুভবে দেবে আলো ।
এমনও তো কিছু ভালোবাসা থাকে
নিশ্চুপ বর্ণমালায়,
ধরে নাও তুমি সাজিয়েছ প্রেম
নীরব ফুলের ডালায় ।
যতটুকু চাও ঠোঁটের প্রকাশে
তারও চেয়ে বেশি আছে,
মনের জানালা খুলে দাও যদি
ভুলে পেয়ে যাবে পাছে।  
যে টুকুই পাও নিষ্পাপে নাও  
চেয়োনা অধিক তার,  
দিন বলে দেবে প্রবল আবেগে
কে কত খানি কার ।
কতো প্রেম আছে অলিতে গলিতে
শুধু বাসনায় ভরা,
অবশেষে তার হয়েছে মরণ
হয়নি বাসর গড়া।  
বিধাতাই যদি  নিয়তিতে লিখে
তোমায় তাহার সনে ,  
কে আছে তাতে দেয়াল টাঙ্গাবে  
মিথ্যের আবরণে ।
নিষ্পাপ প্রেম নিষ্পাপই রাখো
কূলষিত কোরো নাকো,  
ভালোবাসা হয় তখনই সফল
বিধাতাকে যদি ডাকো...।।