মানুষের দম্ভ যতটুকু, প্রতিদিন সূর্য দেখার সম্ভাবনা
তার চেয়ে অনেক অনেক কম।
অথচ বিবেককে বলি দিয়ে নির্দ্বিধায় গড়া অর্থের পাহাড়  
কতটুকু স্বস্তি দেয় বিদায়ের সাদা কাপড়ে ?  
মানবিক সত্তা বিসর্জন দেয়া পাশবিক ঐশ্বর্য -  
কাউকে ক্ষণিক ভুলিয়ে রাখলেও
বিধাতা এ ভুল কখনোই করেন না  
এতোটুকু আগে বা পরে, বিদায়ের ঘণ্টা বাজাতে ।  
তবে কেন এ আয়োজন,কার জন্য কতোটুকু  প্রয়োজনে-  
সত্যিই মানুষ কি জানে ?  
মানুষ কি জানে তার জন্মের উৎস কোথায়, কোন পদার্থে ?
দাম্ভিক ইট কাঠের ঘেরা অস্থায়ী আবাসকে  স্থায়ী ভেবেই    
আমরা প্রতিনিয়ত ঠিকানা বিহীন ফাঁদে,খুঁজে যাই নিজেদের ঠিকানা ।
সেই দিন খুব বেশি কি দূরে ? যেদিন মনের অগোচরেই বলতে হবে
বড় বেশি দেরি হয়ে গেছে , বড় ভুল হয়ে গেছে...।।