আমাকে আর ফিরে যেতে বোলোনা, অনেক দূর পথ ফেলে এসেছি  
ন্যায্যমূল্যে কিনেছি শূণ্যযাত্রা বাণিজ্যিক মহাকালের হাটে
  তোমার উচ্ছিষ্ট প্রেমের চেয়ে ঢের ভালো এমন শূন্যতা ,
এখানে চাঞ্চল্য নেই আছে নিজের মতো করে বাঁচার ইচ্ছা
উপেক্ষা নেই আছে আত্মশুদ্ধির প্রয়াস যা ছিলোনা আগে  
অন্তর্কলহ কবলিত ভালোবাসা গাইতে পারেনি মুক্তির গান,
সে আজ মুক্ত আপন সৃষ্ট আকাশে।
বলতে বোলোনা সেই কথা যা কোনোদিন বলা হয়ে ওঠেনি মন খুলে    
ফিরে যাও, যেভাবে ফিরিয়ে দিয়েছ যে পথে।
দিকভ্রান্ত আমিই যখন খুঁজে নিলাম আমার ঠিকানা
মাংসের হৃদপিণ্ড পাল্টে হয়েছে কষ্টের কালো পাথর
তখন জেনে নাও আমি বদলে গেছি  আপাদমস্তক
মিথ্যার যাত্রার প্ররোচনা নয় আর-    
নির্দয় খঞ্জরে দুজনে যা লিখেছিলাম প্রেমের ভাষায়
উপলব্ধির দুর্ভিক্ষে, মুছে গেছে তা সময়ের বিবর্তনে  
কান্নার সিঁড়িতে দৈন্যদশায় রাজত্ব করেছি আমি একাই ভিক্ষিরির মতো  
আগাছার আগ্রাসন ঐ মেঠো পথ আজ তোমারই একার
ইতিহাস হয়ে থাক এমন ভালোবাসা আমার মানচিত্রে


ফিরে যাও।।