তুমি বড় বেশি বোকা বড় বেশি অভিমানী  
আরেক বার হাত বাড়ালেই  আমাকে পেতে
না পাওয়া হতো পাওয়া নিরবিচ্ছিন্ন আবেগে  
কোনো আক্ষেপ সইতে হতোনা নীরবে  
পুড়তে হতোনা মৌন ইচ্ছের জ্বালায় ।    
একবার মুখ ফুটে চায়লেই
কাছে আসতাম নিমগ্ন মৌমাছি হয়ে
দগ্ধো হতেনা শূলে, মগ্নতা পেতো মন
কোমল পরশে রাঙ্গিয়ে দিতাম ঠোঁট ,  
আহা আরেকবার পিছু তাকালেই তুমি
পড়ে নিতে পারতে  চোখের গল্পটুকু  
নিরব হাহাকারে সাজিয়েছি কতোটা
পরিপাটি শব্দমালায়।  
আরেকবার হাসতে যদি দুঃখ হতো ইতিহাস
নতজানু হয়ে ধরা দিতো সুখ
ভালোবাসা কাকে বলে জানতে আরেকবার
আমার রচিত প্রেমের পাঠশালায়।  
একবার, শুধু একবার তৃষিত তোমাকে ছুড়ে দিতে
আমার পানে,  
বুঝতে আপ্লুত আমি তোমাতেই চেয়ে আছি
অপার্থিব কোনো মায়ার আশায়
অক্ষরে নয় অক্ষরহীনে লিখতাম আমাদের প্রেম
অপ্রচলিত ক্যাবের ভাষায়,অনুভবের কালিতে,
একবার , যদি একবার তাকাতে তুমি।।