এ কেমন অবিনাশী প্রেম আমার
পোড়ায় দহনে আবার ক্ষনিক বাঁচায়,
ক্লান্তি লুকিয়ে যতবার চোখ মেলি
ততবার যেন বন্দি বিষের খাঁচায় ।


তোমার দুহাতে অলিখিত কারাগার
শয্যা যেন বিস্তৃত দাবানলে,
সইছে জীবন দীর্ঘ আয়ুষ্কাল
হৃদয় প্লাবিত হেথায় চোখের জলে।


যেটুকু আমি পেরেছি তোমায় দিতে
মুঠো ভোরে তুমি নিয়েছিলে নিঃশেষ,
আজ অবেলায় আমার যখন চাওয়ার
তুমি ছুঁড়ে দিলে কাঁটা ভরা বিদ্বেষ ।  


আমিতো বুঝি না প্রেমের এমন প্রণয়
এক পারে জল অন্য পারের খরা ,  
স্বপ্নের সুখ খুঁজতে গিয়ে দেখি
ফেলে এসেছি আসল বসুন্ধরা ।
  
মিথ্যে প্রেমের শূন্য আস্ফালনে
প্রাপ্তি শুধুই হৃদয়ের হাঁসফাঁশ
বেলা বয়ে গেলে ওপারের ডাক শুনি
চক্র পিষ্ট স্বপ্নের পরিহাস।