যদি একবার প্রশ্রয় দাও
জানবে কতো ক্রোশ পথ ভ্রমণ করেছি
কামনার নোনা জলে ।
যদি একবার প্রশ্রয় দাও
দিবাসার্ধ পায়ে হেঁটে যাবো তোমার পিছু টানে
যাচিত ভিখিরির বেশে ।  
যদি একবার প্রশ্রয় দাও
যুদ্ধ হবে সকল সাধ্য অসাধ্যের মাঝে  
অলঙ্কৃত ইচ্ছে ,অনিচ্ছের ঢাল হাতে নিয়ে ।  
যদি একবার প্রশ্রয় দাও
তবে আকণ্ঠ পান কোরে নিতে পারো
আপসহীন আদরের বন্যা ,  
কৃতার্থ কোরে ত্রুটিশূন্য প্রেমের পেয়ালায় ।  
যদি একবার প্রশ্রয় দাও
কষ্টেরা যাবে নির্বাসনে
সুখোধ্বনির শুভ যাত্রায়
পরাস্ত হবে একাকীত্বের শোক ।
যদি একবার প্রশ্রয় দাও
হৃদয় অভিধান চোষে
সাজাতে পারি হাজারো কাব্যিক পংতিমালায়
পরিশুদ্ধ উপমার ফুলে  ।  
যদি একবার প্রশ্রয় দাও
জানতে পারবে -  
অজানায় রয়েছে এখনো কতোটা পাওয়া
ছায়া-সঙ্গিনী তুমি হয়ে আছো বিনিগ্ধ পথ চাওয়ার ।।