এ কোন দ্বার খুলে দিলে ?  
আলো এসে আঁছড়ে পোড়লো পিপাষু  চক্ষুদ্বয়ে
অভিলাষ পাল্টে গেলো মুহূর্তেই
বাঁচার সাধ বেড়ে হোলো শতগুণ  
কবিতা আর বর্ণ মিছিলের আন্দোলনে
পরাজিত হোল উপমার ঝড় ।      
এ কোন পথের দিশা ?
বিনম্র পথিকের ঘাম মুছে যায় পা বাড়াতেই
ক্লান্তিহীন ছুটে যাই জীবনের আসবাব ভুলে সেই পানে  
যেখানে তোমার শাশ্বত প্রেম রেখেছ উজার করে
ভালোবাসায় নিজেকে ছুঁড়ে দেই নতুন অভ্যাসের লোভে ,    
প্রতিজ্ঞায় আবদ্ধ হয় সংসারের সাধ।
তুমি কাছে এসে
প্রণয়ী সর্বস্ব হারিয়েও তবু বিজয়ীর সাজ  
এ কোন নতুন আমাকে চেনালে  তুমি।
এ কোণ সাধ জুড়ে দিলে হৃদয়পটে ?  
পাপশুন্য ভালোবাসায় অহংবোধে গর্বিত মূর্ছনায়
নিজেকে সাজাই নতুন করে
শুধু তোমার করতলে ,
এ যেন জীবনকে বাজি রেখে যৌবনকে পাওয়ার সাধ ।  


এ কোন মায়ায় জড়ালে আমায় ?  
আপন ভূবণ ভুলে নিমগ্ন তোমাতে  
ভুলে গিয়ে বিরহের হাতছানি,    
যতোটুকু চাই সুখ, তারো বেশি পাই আকণ্ঠ ভরে ।    
এ কোণ আকাশ নীলের ডাক ?
মেঘাচ্ছন্ন মনেও সূর্যের ঝলকানি,    
পরাজিত হয় আঁধারের খেলা আলো প্রতিভাত টানে
ভেজানো আবেগ পুলকিত হয় কোমল সূর্যস্নানে ।