কি করে দ্বার খুলে দেবো
কতোটুকু পড়েছ হৃদয়ের ক্ষত    
কতোটুকু দুঃখকে আলিঙ্গনের সুখ ভেবে
সহসাই ভেসেছ নোনা জলের সাগরে,  
স্থিরতা ভালোবেসে-  
কি এমন দাঁড়িয়ে আছো ঠাই দরোজার ওপাড়ে  
প্রতীক্ষায় কতোটা রাত কাটিয়েছ মৃত্যুর সাথে  
কত ক্রোশ পথ হেঁটেছ আমার পথিক মনের রাস্তায়  
অধিকারের কতোটুকু করেছো জয় নিজের গৌরবে ।  
কি করে প্রাণ খুলে দেবো তোমাতে
তুমি যে এখনো কড়া নাড়োনি মৌন দ্বারে  
অথচ আমি, সেই যে বসে আছি  
তিতিক্ষার কাক হয়ে
কতো বসন্ত ভ্রুকুটির হাসি হেসে লজ্জা দিয়ে গেল
আমি একটুও কাঁদিনা তার লোভে,
তবুও অপেক্ষায় থাকি
আমি দ্বারের এপারেই দ্বার খুলে দেবো বলে  
কাউকে মনের শীতলপাটিতে বসিয়ে গান শোনাবো বলে ।  
আমি কিভাবে মনের জানালা খুলে
হাত বাড়াই তোমার পানে
তুমি তো আজো বড় বেশী অধরাই রয়ে গেছো  
তোমাকে দেয়ার , আমাকে জানার মাঝে ।