আমি এ জন্মের দিব্যি কেটে বলছি    
আক্ষেপ-হীন  রেখে যাব কিছু অভাব ।  
যদি দুমুঠো ভাতের জন্য হাহাকার হয় এই মাটির উঠোনে
যদি দু-আনা ভিক্ষে হাত কেঁপে ওঠে সবল হৃদয়ের  
তবে সে লজ্জা এ পৃথিবীর ,
যদি আমার লাশের উপর তাচ্ছিল্যের থুতু ফেলে
কেউ বলেই বসে, অকর্মা কোথাকার !
আমি ভেবে নেবো  এ লজ্জা আমার একার নয়
আমি ভেবে নেবো পরাজিত আমি নই।।
যে অভাবের কৃপায় আমি শিখেছি মানুষ ও মনুষ্যত্বের পার্থক্য  
দেখেছি আপন পরের বৈষম্য ও তার কারচুপির  
কি করে ছোট করি তাকে ?    
তাই অভাব নিয়ে আমি বিচলিত নই
বিচলিত হোক তারা যারা সর্ব-ভুক,সর্বগ্রাসী এ পৃথিবীর কর্ণধার  
আমি শুধু অভাবী চোখেও উপলব্ধির চাদরে জড়িয়ে  দেখতে চাই তাঁদের আক্ষেপ  
আর দেখতে চাই তাদের ভিখিরি মনের দশা
শত পেয়েও যারা কাঙ্গাল আজীবন তারাই আক্ষেপ করুক
আমি বজ্র কণ্ঠে শুধু বলতে চাই  
অভাবী আমি নই
অভাব আমার বন্ধু...।