আমি পরাজিত, ক্লান্ত, স্তম্ভিত  
ভুলের দড়িতে কণ্ঠনালী শ্বাস রুদ্ধ  
বিভ্রান্তির ধূম্রজালে জর্জরিত মস্তিষ্ক
বাঁধার কাঁটাতারে অবরুদ্ধ
রক্ত পিয়াসু দুশ্চিন্তারা পরিতৃপ্ত  
ইন্দ্রিয় অণু প্রবঞ্চনায় সিক্ত
সুখের দুর্ভিক্ষে হুতাশন আর কতকাল
বিধাতা নোঙ্গর তোলো
এপার দেখেছি ওপারের দ্বার খোলো
বিধাতা নোঙ্গর তোলো ।