মাগো,আমি তোমায় আজও স্বাধীনতা এনে দিতে পারিনি
আজও তোমার বুকে লাশের বাগানে রক্তের ফুলকি ওঠে  
স্পর্ধার সাফল্যে দুর্বৃত্তের লোমশ হাত
নারীর দেহে সাপ লুডু খেলে তীক্ষ্ণ নখের আঁচড়ে
কলঙ্কিত করে তোমার জমিন রাজনীতির নামে
সে দাগ লাগে তোমার গায়ে,  
মাগো আমি নিরুপায় অক্ষম আজ
বড় বেশী বেমানান এই স্বাধীন নামের
পরাধীন তোমার বুকে।
ভেবেছিলেম একাত্তরের লাল রং  
বড় বেশী গাঢ়,বড় বেশী স্পর্শকাতর
জাতি মুছবেনা তার দাগ কোন দিনও  
আজ কেবলই মনে হয় ভুল আমাদেরই ছিল
বজ্র কণ্ঠে হাতিয়ার বুঝি সবই বৃথা গেলো
দুষ্প্রাপ্য স্বাধীনতা কে এনে দেবে তোমার কোলে ?
কতটা জাতির লাশ মাটিতে পঁচে ফিরে পাবে চেতনা ?
তুমি বলে দাও মাগো,আর কবে দেখে যাবো সেই দিন
যে দিন মুষ্ঠি হাতে বলেছিলাম তুমি স্বাধীন
আজ সে লজ্জা কোথায় রাখি
শোকের গালিচায় অতৃপ্তির আত্মার আর্তনাদ শুধু
তোমার সত্যিকারের মুক্তি চাই
মাগো, তোমার স্বাধীনতা চাই ।