রাতের বালিশে মাথা রেখে যার কথা মনে পড়ে
ভেবে বলতো, সে কি আমি নই ?  
আমার রাত জাগার পালা শেষ
এবার তোমার রাত্রি হবে এক সহস্র বছর
কষ্ট বৈচিত্র্যের নাগরদোলায় দীর্ঘশ্বাস
কতোটা উত্তপ্ত ছিল আমার বুকে
এবার তুমি জানবে,মানবে কৃষ্ণ বিরহের ব্যাথা,  
রক্তের রন্ধ্রে রন্ধ্রে প্রলম্ভিত হাহাকার  
কারে খুঁজেছে উৎভ্রান্তের মতো
তার নিয়মতান্ত্রিক অস্বস্তির জ্বালা  
এবার, এবার তুমি বুঝবে।
আত্মঘাতী ক্ষয় স্পৃহা তোমার মস্তিষ্কে দানা বাঁধবে
অথচ তুমি হাঁটছ অমরত্বের পথে
যেন মৃত্যু গেছে পরবাসে তোমাকে ফেলে
তুমি কাঁদবে, তুমি হাসবে  
তোমার চোখে চাঁদের আলোর প্রতিবিম্ব হবে উপেক্ষিত  
জ্যোৎস্না রাতের পীঠে অভিশাপ লিখে যাবে  
তুমি নিরুপায় অক্ষম, শুধু গ্রহণের কালিতে  
কলঙ্কিত মুখ সাজাবে অশ্রুজলের পেয়ালায়
আমার পালা শেষ এবার, তোমার অনিবার্য যাত্রা
যে পথে আমি ফুরিয়েছি তিলে তিলে তোমার উপেক্ষায়
জানিয়ে গেলাম আমার রাত্রিগুলো অভিশাপের স্বরে
এবার তোমার পালা, এবার তোমার পালা।।