দ্বিধা ছিল তাই বলে কি কার্পণ্য করেছি ভাবতে তোমাকে ?
তিরস্কারের ভয় তবুও তোমার দ্বারে কড়া নেড়েছি স্বপ্নে
মোহগ্রস্ততার আচ্ছন্নতায় ক্রমশ ডুবেছি তোমাতে
পঙ্কিল পথ তবু হেঁটেছি বিস্তীর্ণ গালিচা ভেবে
অস্তিত্বের সঙ্কট অনিবার্য জেনেও নির্ভীক নাবিক
ছুটে গেছে ভূমধ্যসাগরের বুকে প্রেমের মুক্ত কুড়োতে  
অনুবিক্ষনিক দৃষ্টিতে জলের ছানি পরা চোখ নিয়েও
উৎভ্রান্তের মতো খুঁজেছি তোমাকে আমার মাঝে
শুধু তোমাতেই এমন প্রগাঢ় নিমজ্জন, শুধুই তোমাতে
লালসার লাগামহীন পিয়াসু বাসনার বসন পরিহিত আমি  
বন্যতায় মেতেছি জাগতিক সকল মায়া ভুলে  
উচ্ছ্বসিত ছোঁয়ায় মেতেছি তোমার কাল্পনিক ঠোঁটে কল্পনায়  
অচিন্তনীয় স্বর্গীয় অনুভূতি আমাকে গর্বিত করেছে বার বার
এভাবে, শুধুই এভাবে ভেবেছি তোমাকে কল্প-চিত্রে
এঁকেছি অনেক ছবি ভাবনার তুলিতে তোমাতে শুধুই তোমাতে ।।