তিতিক্ষের কাক জীবন থেকে খুঁটে খায়
সময়ের জীর্ণ উদ্বৃত্ত ,
ঠোঁট ডুবিয়ে তুলে নেয় ভাজ্ঞবঞ্ছিত নশ্বর পাত্র থেকে
বিষাদ কালের অন্ন,
বিপুল তৃষ্ণায় অশ্রুবিন্দু গলায় ভিজিয়ে  
পারি দেয় বিশাল আকাশ    
নেপথ্যে সুখের শূন্য বাজনা প্রহসন মাত্র,
দুচোখে স্বপ্ন ভস্মের ধোঁয়া ঢেকে দেয়
পার্থিব সকল অর্জন অথচ,  
পরে থাকা বাস্পরুদ্ধ কান্না প্রলম্বিত করে বেঁচে থাকা
অক্ষমতায় উপেক্ষার উপলক্ষ হয়ে ।  
কৃষ্ণ বর্ণের দেহ ঢাকে নৈশব্দের আঁধারে
আলো নেই আঁধারীর খেলা  
শুরু আছে শেষ নেই অবিনাশী বিরহের ভেলা  ।।