ওঁত পেতে আছো কেন কিসের আশায় ?
আমিতো আমাতেই নেই সেই কবে থেকে
কারারুদ্ধ অভিশাপের সক্ত কপাটে
নজরবন্দী এক অন্য  মৃত পৃথিবীর বুকে,
দিন গুনছি রুক্ষ দাবানলের শেষ দেখব বলে,
ফিরে যাও তুমি ।


আমাকে আর কি দেখাবে তুমি ?
আমি কি দেখিনি প্রেমের যত রুপ
কি ভীষণ জলে থাকে শীতল অনলে
কি নিদারুণ বেথার প্রলয় বাক হীন আর্তনাদে
অলক্ষে মরে চাপা কান্নায়,
ওঁত পেতে আছো কেন ? ফিরে যাও
প্রেম হীন ঢের বেশী ভালো
বেঁচে থেকে মরে যাওয়ার চেয়ে
ফিরে যাও ।