মহাকালের ম্যারাথনে চক্রবৃদ্ধি হারে বাড়ছে মানুষের পাপ
এ পৃথিবী উন্মুখ তার সার্বিক সর্বক্ষণ রসদ জোগাতে  
আধুনিকতার খরতাপে পুড়ছে বিবেক,মনুষ্যত্ব আর বিশ্বাস ,
স্যাটেলাইট ও ইন্টারনেট নামক গহীন চুল্লিতে
ফেঁসে আছে তরুণ প্রজন্মের লালিত মিথ্যা স্বপ্ন ,  
এই রহস্য আবৃত পৃথিবীর আকর্ষণ মানুষের কাছে দূর্বার
আর সে সুযোগ নিচ্ছে আধুনিকতা, ছেঁড়া পোশাকের ফাঁকে আঙ্গুল ঢুকিয়ে    
ঠিকঠাক নিজের জায়গা করে নিচ্ছে যুবসমাজের দেহে,    
নিভৃতে নীতিভ্রষ্ট জৌলুসের প্ররোচনায় ফোটাচ্ছে বারুদের ফুল  
সযতনে মস্তিষ্কে গড়ছে হঠকারিতার অবৈধ স্থাপনা    
আত্মবিধ্বংসী নিপীড়িত মানব আধুনিকতার ক্ষুধায় পালটে হচ্ছে নর পিশাচ।  


প্রজন্মের বজ্রহাত নেতিয়ে গেছে এ গ্রহের,
কেউ নেই, কেউ নেই এই মাটির উঠোনে
জাগাবে সকল সত্তায় সত্যের স্বতঃস্ফূর্ত উজ্জ্বল আলোকদীপ  
বিনাশনের পূর্বে কেউ নেই বজ্রকন্ঠে বলার-  
মিথ্যে আধুনিকতার প্রহসন স্তুতি আর চাইনা।  
এ উলঙ্গ সমাজের বুদ্ধির নিম্নমুখী বিবর্তন
চেয়ে দেখবে তার পরিণতির রক্তাক্ত রূপ, তবু
মিথ্যার প্রলোভনে বিদীর্ণ মানব মন পিষ্ট হবেই যুগে যুগে,
কাল থেকে কালান্তরে উদ্ভাবনের নেশায় তৎপর মানব মন
প্রতারিত হবে নিরঙ্কুশ সবার অলক্ষ্যেই।