এ পৃথিবীর অজানা রঙ ও রহস্য জানা যতটা দুর্বোধ্য  
তারও চেয়ে দুর্বোধ্য,  
মানুষের গভীরে লুকিয়ে থাকা পৈশাচিক রুপ বোঝা
সুশীল বাক্য গুলো অশ্রাব্য হয় স্বার্থের কারনে,  
কি এমন পাওয়ার আছে এ নোংরা পৃথিবী থেকে
যার কারনে এতটা বর্বর নির্লজ্জ হতে হয় মানুষকে ?
আমিও আজ অপেক্ষায় আছি, এ মাটিতে রজনীগন্ধা বদলে    
শুধুই বারুদ্গন্ধি ফুল ফোটাবো মনের অলিতে গোলীতে
ঝলসে দেবো পৃথিবীর বিস্তীর্ণ ভূমি যত দূর চোখ যায়    
ভালোবাসা পাল্টে ঘৃণা আর মায়ার বদলে হিংস্রতাই দেখবে সবাই
আজ এমনটাই প্রাপ্য আমার কাছে এ পৃথিবীর
যে জাই বলুক আমিও ভীষণ স্বার্থপর ভীষণ নিষ্ঠুর আজ ।