বাড়ির পাশেই লতাগুল্ম আর শ্যাওলা স্তরে ঢাকা  
শান্ বাঁধানো ভাঙ্গা পুকুর ঘাট জঙ্গলে জাঁকজমক
ঘাটের ভগ্ন স্তম্ভের ফাটল জুড়ে অতি গৌরবে সাজানো
গিরগিটির জৌলুসের জলসাঘর শুষে নিয়েছে পূর্ণিমার আলো  
ইট থেকে খোসে যাওয়া পলেস্তরার উচ্ছিষ্ট অংশে
পিঁপড়ের ডিম সাক্ষী হয়ে আছে পরাজিত পুকুর ঘাঁটের কান্না  
এক কালের নীল জল আজ স্তম্ভিত প্রানহীন ঘোলাটে
অতি কষ্টে কালের যুদ্ধে টিকে জাওয়া অবসন্ন গুঁটি কয়েক মাছ
শোকগ্রস্থ কণ্ঠে বলে দেয় বিষাক্ত বাতাসে অক্সিজেনের কমতি  
বিমর্ষতা ভাসছে প্রতিটি হলদে ঘাসের ডগায় অথচ  
বিলাসী উপলব্ধিহীন বেঙ্গাচিদের কাদায় জলকেলি দেখে মনে হয়
এ যেন তাদের রাজ্য এ যেন তাদের অর্জিত বালাখানা ।


পৃথিবী বদলে গেছে, বদলে গেছে তার সব রং    
যান্ত্রিক জীবন কেড়ে নিয়েছে  সোনালী অতীত  আমার
তবুও আজ এতো দিন পর তোমার ভগ্নদশায়
নিজেকে  নিয়ে গেলাম  তিরিশ বছর আগে
এতোটুকু শান্তনায়, তুমি আছো, যেমনই হোক    
আমার চেতনায়  চিরো অক্ষত অবিকৃত চির সবুজ হয়ে ।