সে আমাকে যতটুকু চেনে
ততোটাই তাঁকে চিনি ,
অথচ দুজন অচেনা বিরহে
সমাধীত চিরদিনই ।
সে আমাকে যতটুকু বোঝে
বোঝেনিত কেউ আর,
না বোঝায় তবু পরাজিত হয়ে
হারিয়েছি সংসার ।  
কতোগুলো দিন কতো যে রঙ্গিন
কতো যে সুখের মালা,
এখন সেগুলো বোবা কান্না
স্মৃতিময় এক জালা।
তোমার কষ্ট আমার কষ্ট
কেউ কারো নই আর,
তবু মনে রেখো তোমার অশ্রু
এ বুকের হাহাকার।
দুজনের মাঝে আজ ব্যবধান
যোজন যোজন দূর,
কোথাও জেনো এখনো বাঁধা
আমাদের এক সুর ।
নশ্বর তুমি নশ্বর আমি
নশ্বর এই ভবে,
অমরত্বের সুখ খুঁজে নিতে
ওপাড়েও দেখা হবে ।
ভুলের মাসুলে সেঁকল পরা
পৃথিবীটা কারাগার,
বাঁচতে চেয়েও একসাথে কেন
হেরে গেছি বার বার ।
আজ তুমি শুধু নেপথ্যে বাজো
নেপথ্যেই মোর সুখ ,
পরপারে যেয়ে আবার না হয়
বাঁধবো দুজনে বুক।
যেখানেই আছো যেভাবেই চাও
সুধু ভালো থেকো তুমি,
আমার জন্য দুঃখ করোনা
আমার , রয়েছে বধ্যভূমি ।