তোমাকে জানার চেয়ে মেনেছি অনেক বেশি, তাতেই
সংকোচিত পৃথিবীর সীমারেখায় বেড়েছে জায়গা
বেড়েছে মনোভূমির আকাঙ্ক্ষা নির্দ্বিধায় ।
এ যেন আসক্তি,পুরনো দুঃখ ভুলে নতুন করে বাঁচার,
নতুন কোন বর্ণমালায় তোমাকে বোলতে চাওয়া ভালোবাসি।
তোমাকে স্পর্শের আশা বাঁধ ভাঙ্গে আত্তমহনের তীব্র সুখ,
ধুসর পৃথিবী সাজে সবুজ প্রান্তরে,
দৃষ্টির অগোচরে তুমি, হয়তো বা এক আলোকবৎস দূর
অথচ আমি জেনো সুখ ঐশ্বর্যের প্রভায় আপ্লুত অন্য মানব এক।
চেয়ে আছি প্রিয়, এভাবেই চেয়ে আছি এমন আশায়,
যার কোনো অন্ত নেই তুমি ছাড়া,
নেই কোনো অমরত্বের বাসনা তোমার অগোচরে ।