পৃথিবীর ফুলের বাগান গুলো এখন
বিরামহীন গণকবর,  
প্রান্তর জুড়ে আঙ্গুরের বাগানে
মানব ফসিলের চাষ,  
বাতাসে ফুলের সুবাস নেই
আছে তীব্র বারুদের গন্ধ,  
আনন্দের আতসবাজি এখন বিনদন নয়  
গ্রেনেডের বর্বরতাই বিনোদনের উপাত্ত,  
ন্যায় ও যুক্তির অভ্যাস পাল্টে
অন্যায় আর নিঃসংশয়তার
অভ্যস্ততা বাড়ছে চক্রবৃদ্ধি হারে,  
বিধাতার সৃষ্ট শ্রেষ্ঠ সেরা জীব
মুখোস পালটে রূপ নিয়েছে
ক্ষুধার্ত হিংস্র পিষাস রূপের,  
এক কালের সভ্যতা এখন কালোত্তীর্ণ
তাই সভ্যতার পোশাকে অসভ্যতার
এ এক নষ্ট লীলার মনোজ্ঞ মঞ্চ,
অনেক কিছুই
শুধু এতো কিছুর পরও
এ নষ্ট সময়ের গল্পগুলো রয়ে যায়
অমীমাংসিত  ।