হৃদপিণ্ডে আর মাত্র এক ঢোক অক্সিজেন চাই
তাতেই মিটবে এই বুভূক্ষের শেষ ইচ্ছা টুকু
তার পর স্বস্তির কফিনে মুখ গুঁজে
ঘুমবো জনম জনম ।
অনাকাঙ্ক্ষিতের শৃঙ্খলে এ বন্দী জীবন  
তোমার প্রথম দ্যাখার তিথি আঁকড়ে
কাটিয়েছে কৃষ্ণ বর্ণের আবরণ বৃত্তে
মরীচিকার কংক্রিট ছাঁদকে আঁকাস ভেবে  
স্বপ্ন দেখেছে, চেয়েছে একবার-
শুধু একবার, তোমাকে দেখার,      
প্রেম ও প্রবৃত্তির প্ররোচনায় কখনো না ভেসেও
ভেসেছে হাজারও রঙ্গের ঢেউয়ে,  
এভাবেই পৌঁছেছে জীবন, জীবনের দাঁর প্রান্তে
আজ বেলা শেষে, তোমার শেষ দেখায়
সূর্য ডুবুক শেষবারের মত
এ মৃত্যু হোক অমরত্বের সুখ ।