বন্ধু আমায় চিনতে পারিস ?
আমি তোর ছেলেবেলার
আম চুরি আর লুকোচুরির সাথী,  
সেই অবিচ্ছিন্ন আনন্দের ঘোরে
আগুন ঝরা সেই মধ্যাহ্ন    
হাজার দুষ্টুমি আর চড়ুইভাতি!
মনে পরে !
সেই একসাথে গান গাওয়া  
নদীর পার,মাতাল হাওয়া !    
দুর্বিনীত চোখে আমাদের শৈশব
কত মনহর,শত কলরব!      
মনে পরে?
প্রথম প্রেমের, নব শিহরণ  !
ভালো লাগা, ভালোবাসা  
প্রেম পত্র, ডাকপিয়ন!  
মনে পরে ?
তুই তো  অনেক বদলে গেছিস  
বদলে গেছি আমিও অনেক
আমরা ছিলাম একই অঙ্গ
আজ বিভক্ত, ছত্রভঙ্গ  
কে গিয়েছি চোলে কোন টানে  
কোন কারণে, কে জানে ।  
পথ চলা আর হাজার শোকে
চিনতে ভুল হয়নি তোকে
ভুলিনী তো ছেলে বেলা
খুনসুটি সুখ, স্মৃতির ধুলো
এতো বছর পরেও জেনো
বারেক ফিরে ডাকে ।
হয়তো আবার দেখা হবে-
এমন ভাবে ব্যস্ত পথের ধারে
হয়তো আবার কথা হবে
স্মৃতির খাতা উল্টে দিয়ে
ব্যস্ত শহর ঘাড়ে ।