কবি,বর্ণমালার ইট গেঁথে  
কবিতার ঘর স্রিজে,  
পাঠক এ ঘরে অগ্রগণ্য
আবেগের স্রোতে ভিজে।  
কবি অভিধান সাজায় এ ঘর
চেতনার রং ঢেলে,  
পাঠক অতিথি মনের হরষে
দীপশিখা দেয় জ্বেলে ।
যদিও অজানা পাঠকের কাছে  
কবির বিরহ বিষ,  
তারা শুধু জানে কবির ক্যাবে
কবিতার কুর্ণিস।
কবিতার ঘর অতিথি প্রধান  
অতিথিই এ ঘরে প্রাণ,
আপ্যায়নে কবি শুধু পায়
অমরত্বের ঘ্রাণ ।
কবি শুধু চায় কবিতার মায়া
ছড়াক প্রতিটি প্রাণে,
তবেই কবির সার্থকতা
গোপন বিরহ তানে।