খোদার শপথ মানব সমীপে  
বিচার দিবস অবশ্যম্ভাবী, যার নাম কর্ম দিবস  
সেই দিন কেও হবে সুখী কেও রবে বিবস  
কে কি রেখেছে অগ্রে অথবা পশ্চাতে
অবগত সে নিজেই,আমলনামা হাতে    
পার্থিব জীবন ছিল যে রঙ্গিন, উপেক্ষা করেছে বিচারের দিন  
ভুলে গিয়েছিল বিধাতার ঋণ আজ তার আশা ক্ষীণ  
যে ছিলো রত হাজার পাপে, অতীব অহংকারের    
বুঝবে সে আজ কতদিন কাটে অগ্নির কারাগারে ।
আলামত_
সেই দিন,
খোদা, গুটাবে আকাশ তাবিজের মত  
পর্বতমালা,পাহাড় সকলি হবে প্রকম্পিত    
পশ্চিমে সূর্যোদয় অস্ত যাবে পূর্বের আকাশে  
দূর গগনের নক্ষত্র, তারা পরবে খসে    
চন্দ্র সূর্য একত্রিত হয়ে, হবে জ্যোতি-হীন
সমুদ্র হবে উত্তাল আজ তার রাক্ষুসে দিন,  
ভয় ও আতঙ্কে গর্ভবতীর হবে গর্ভপাত
আজকের দিনে কেউ রবেনা, কেউ দেবেনা সাথ,  
পৃথিবীর আবাস ভূমি হবে মাতালের রাজ্য
মানুষ ছুটবে দিকবিদিক দিন হয়েছে ধার্য,
আটক সুক্ষাদিসুক্ষ পাপ-পূর্ণ,এ যে বিধাতার দূরবীন  
শোন মানব ভুলে যাও সব শুধু ভুলনা এই দিন ।

( বিঃদ্র- লিখাটির অগ্রভাগ বক্তব্যই নেয়া হয়েছে পবিত্র কোরান থেকে )