প্রেমের কৃষক ফাকা আস্ফালনেই স্বপ্ন দেখে,      
ক্ষুধার মিছিলেও প্রজ্জলিত প্রতিজ্ঞার আশএতোটুকুই      
স্মৃতি গুলোই স্বপ্নের একমাত্র ফসল বীজ,আর    
এ জমিনে পারিশ্রমিক চেয়ে নিঃস্ব হতে নেই, তাই      
অবজ্ঞার চেতনা গৌণ করে সে বেঁচে থাকে  
তার নিমজ্জিত কামনায় ,বেঁচে থাকে অভিলাষে,  
একদিন চাষ হবে স্বপ্নের, ফসল ফলবে ভালোবাসা...।।