আজ সমাজ-চিত্রে অহরহ দেখি মনোহরণের দাহ    
আজ আশঙ্কার কূল হীনা নদীর স্রোতে,সততার রক্ত প্রবাহ  
আজ বিবেকের শূন্যস্থানে স্বৈরাচার দেয় উঁকি  
আজ ভাগ্যহীনা দেশের বাতাসে নেতিয়ে যাওয়া মাতৃ-গন্ধ শুঁকি
আজ হস্তীর বিষ্ঠায় অবহেলায়, ক্ষুদ্রের আহার জোটে  
আজ ন্যায় নিষ্ঠার আপাদমস্তক চিল শকুনে খোঁটে  
আজ কাঙালের তাওয়ায় জবর্দস্তি, যমে সেঁকে যায় রুটি  
আজ ধর্ষিত মানবতার কান্নায় চলে,জীবনের ভ্রূকুটি
আজ স্বাধীনতা মানে নিপীড়নে, নির্যাতন সয়ে যাওয়া  
আজ স্বাধীনতা মানে সত্য কণ্ঠ কর্তন, নয়তো পুলিশি ধাওয়া  
আজ বজ্র কণ্ঠ ওঠায় সাহসে, এমন সাধ্যি কার  
আজ জীবন মানেই শুধুই বাঁচা, যোর যার মুল্লুক তার ।