ইচ্ছে হয়, যদি পারতাম ভিন্ন মানচিত্রে বাঁচতে শুধু একবার !
প্রতিদ্বন্দ্বীহীন কোনও সত্য, সঠিক,সুন্দর,সুখের ঠিকানায় !      
বিস্তর মনো প্রান্তর ঘুরেও আজ যখন ব্যর্থ হয়েছি জানতে-    
প্রেম হীন মনুষ্য আত্মার চাওয়ায় লুকানো জীবনের কারচুপি,তাই    
আপন বাঁচায় অজস্র পূর্ণিমা গিলেও পরে আছি শুখহীন বসতবাড়িতে,        
ডায়রির পাতায় বন্দী অসংখ্য সোনালি শ্রাবণ আর রদ্রুচ্ছায়া, অথচ      
ইচ্ছে হোলেও পারিনা সেই সুখে গা ভিজিয়ে সিক্ত হতে এক মুহূর্তেও  
মন চায় বুকের খাঁচায় পুড়বো অনন্ত পূবালী বাতাস, যখন যেভাবে চাই
এক নিশ্বাসেই অগুনতি শূন্যতা ভরবে পূর্ণতায় বৈপ্লবিক ধারায়, কিন্তু  
আকাঙ্ক্ষার দাবানলে পুড়ে জীবন পাঠ করে শোকের চিরকুট আর
সহসাই ভাবি মুমুক্ষু হৃদয় আবার প্রাণ পাবে উত্থান্মন্ত্র আলোয়, আর
প্রেম সৃজনের আবেগে অঙ্কুরিত হবে ভালোবাসা সর্বাঙ্গীণ জীবনে,  
এভাবেই চলে ক্ষণস্থায়ী আশার ভাবনায় ক্ষীণ সুখের সৌজন্য সাক্ষাৎ
আর আমি জেনো এক পথিক যন্ত্র, মেনে নেই জীবনের সকল কৌশল  
নির্লজ্জ মূর্তিমান অস্তিত্ব নিয়ে ।