আমরা দুজনেই ঘুম রাজার কাছে,আসামীর কাঠগড়ায়,
আকাঙ্ক্ষার তীব্রতা নিয়ে,সর্বশংকা ভেদ কোরে      
যতবার হাত বাড়াই সম্রাটের সমীপে, ঘুমের বাসনায়,  
ঔদ্ধত্য সাম্রাজ্যে ততবার সাজা হয়, নির্ঘুম নির্মমতার।    
বাকরুদ্ধ তুমি আর আমি পড়ে রই নির্ঘুম কারাগারে,  
সম্রাটের যৎকিঞ্চিত ক্ষমাগুণে লালসায়, জীবন তবু      
সান্ত্বনা দেয় দুজনকে, দুজনের মতো করে,  
সেই স্পৃহায় সূর্য অস্ত যায়, জীবন প্রলম্বিত হয়  
ক্ষমাহীন তুমি আর আমি বাঁচি ঘুম রাজার নির্ঘুম সাজায়।