কল্পনায় সুখের আস্তরণ কেবোল প্রহর গুনেই ঋদ্ধ হয়  
অথচ তুমি কাছে আসলেই হৃদয় সঞ্জাতিত প্রেম-  
না বোঝাতে পারার ব্যর্থতায় প্রবিষ্ট আঁধারে মুখ লুকায়।  
দুজনের ঐকরাজ্যে ফুল না ফুটে, কাঁটা লতায় সাজে        
অনন্তর সুখ ভেসে যায় ত্রস্ত বিনাশনের শঙ্কায়,
স্বচ্ছ আকাশ নীলের আর্তস্বর জানায় ঘনস্বনের গর্জন
প্রেমের গগনপ্রান্ত ঘিরে, শুধু না বোঝার পাপ জেগে ওঠে
এ যেনো ক্রোধের পালঙ্কে অর্ধস্ফুট আবেগের শায়িত লাশ    
ভালোবাসার আচরণ ভুলে দুজন হই প্রেমো বিদ্বেষী দানব
অবশেষে ভালোবাসার পরাজয়ে, ছিটকে যাই ব্যর্থ দুই মানব ।