আমার শয্যার পাসেই দুঃখ ঘুমায়
দুঃস্বপ্নের বিলাপে ফাঁদ পেতে বসে থাকে সময়
ভাগ্যের স্বৈরিতার তাণ্ডব ভুলতে হাত বাঁড়াই  
নতুন স্বপ্নের খোঁজে, চোখ বুজে, আর তার পর
শুরু হয় আবার এক স্বপ্ন ভাঙার স্বপ্ন
দুঃখ তরঙ্গের অট্টহাসি কুর্নিশ করে অশ্রুফোটার মুকুট  
না বোঝার চৈত্রতাপে একটু একটু কোরে পোড়ে-  
প্রেমো ফাল্গুনে রচিত সকল কারুকাজ, দিশেহারা আমি  
ক্রমাগত আকুতির ভারে মুখ গুঁজে কাদি প্রলয় তামাসায়
সময়,সদ্য স্বপ্নের বাগান ভেঙ্গে  
নতুন কোরে পুঁতে যায় ঈর্ষান্বিত অভিশাপের বীজ
সম্পর্কের পূজারী প্রতিপক্ষ হয় ভুল বোঝার দায়ে
হিমেল অনলে খাক হয় ভালোবাসা,
বিনাশের আদলে আমার ফাল্গুন ভেসে যায় নোনা জলে  
আর আমি বেচে থাকি মধ্যরাতের প্রাণী হয়ে
নতুন কোনো ফাল্গুনের লোভে ।