খুব সন্তর্পণে জীবন বিনায় সুর ঢেলে দিয়েছো
আশ্চর্য ক্ষমায় পৃথিবী আজ সাজে বর্ণাঢ্য তানে  
স্পর্শকাতর ভালবাসায় সুপ্ত প্রজাপতির ডানা ঝাপটানো
বোলে যায় মায়াময়ী ইশারায়,বাঁচতে হবে আবার,  
তোমার নৈসর্গিক চোখে ভূমিষ্ঠ হয়েছে আমার পৃথিবী
নতুন আকাঙ্ক্ষায় অজস্র প্রেমো তরঙ্গে ফুটেছে অসংখ্য গন্ধরাজ
তৃষ্ণার্ত বুকে শ্রাবণ শুষে খাই তোমার স্পর্শে
মুঠো মুঠো জস্নার রং খুঁজে পায় আঁধার কোল জুড়ে
হে ঐশ্বর্যময়ী ভোরিয়ে দাও যা পাইনি ধরণীতলে  
পূর্ণ হই পরম সিক্ততায় শুধু তোমার ছোঁয়ায়
শুধু তোমার আলিঙ্গনে ।