এসো আজ দুজনে স্বপ্ন দেখি অন্য ভাষায়
কল্পনায় ঝরুক রূপকথার বৃষ্টি,  
দুঃখ গুলোকে আস্রয়হারা করে
সুখ গুলোকে আশ্রয় দেই দুজনের স্বপ্নে
দুজন দুজনকে ভাঙ্গি আবার গড়ি-
স্বাধীন সিক্ত বৈধতার কাঁদা মাটিতে,  
পাল ছেঁড়া হোক, তবু নৌকো ভাসুক
সুদূর অনন্ত পথ জুড়ে,
আপন রোদ্দুরে ভিজে শীতল হই
হিমেল পরশে,সৃষ্টি হোক তৃপ্তির ঘর
প্রেম উপাসনার আসক্তির মায়াজালে,  
আকাঙ্ক্ষার উদগ্রীব পরশ মুগ্ধতা ছড়াক
কামনার পরোতে পরোতে,  
ঋণী হই একে অন্যের পাওয়ায়,  
বাসনার সিঁড়ি বেয়ে ছুঁয়ে দেখি
সর্গের সুখ রাশি রাশি,  
এসো,আজ স্বপ্ন দেখার মধুমাস
বাঁধা নেই, স্নায়ু যদি নিয়ে যায় উজানেও  
ভয় নেই, শয্যায় ভালোবাসা জেগে আছে
তৃষ্ণার সবুজ স্বাক্ষরে যত্ন করে তুলে নিবো
স্বস্তির মুক্ত মালা,
এমন আন্তরিক সমর্পণের ইচ্ছে  
থাকুক যুগ যুগ ধরে, আর  
আমরা ভালোবেসে স্বপ্ন বুনে যাই এভাবেই
কল্পনার নকশী কাঁথায় গা এলিয়ে
অমরত্বের সাধ পাই ক্যাবের শীতলপাটিতে ।