আমি  অস্ফুট সুখের বাগানে হেঁটেছি উদাম পায়ে  
শ্বেত বরণ ফুলের বাগান পাল্টে হয়েছে রক্তবর্ণ  
জগত সংসারের বঞ্চিত খড়কুটো কুঁড়িয়ে নিয়ে
গড়েছিলাম প্রশান্তির ঘর, আশ্চর্য স্ফূর্তির বিভূতি  
ক্রমশই নিয়ে গেছে মরিচিকাময় মোহের অতলে
আবেগ মোহিত স্বদিচ্ছার বেগ দিনে দিনে দিক ভুলে
আমায় টেনে নিয়েছে ভাগ্যহীন কান্নার স্তব্ধ দুয়ারে  
বিধাতার কৃপা সুশোভিত করেছে এমন বেঁচে থাকা
অথচ অন্তরাত্মা সমুদ্রস্তনিত কম্পে কেঁপেছে বার বার
জীবন মৃত্যুর অয়স্কান্তিক টান তিলে তিলে ধংস করে
আমার যৌবন উৎসব, ফ্যাকাসে করে সুখ সামিয়ানা  
এখন আমি শুধুই আজ্ঞাবহে পিঞ্জিরার ফুসফুসে ঢেলে যাই    
বিষাক্ত অক্সিজেন আর আমন্ত্রণ জানাই দুঃখ সম্রাটকে
আমি মেনে নেই, আমি জানি, আমি শুধুই এক, বিধাতার দুঃখ শ্রমিক ।