ভালোবাসায় যদি অবহেলা ঢেলে দাও
আবার নতুন করে পান করবো শোক  
সীমাহীন পোড়া মাটির জমিনে  
আঁচড়ে পরবে অসংখ্য অগ্নি শ্রাবণ  
পুড়ে যাবে এক লক্ষ আশার কলি,  
যদি ভালোবাসায় অবহেলা খুঁজে পাই  
মুহূর্তেই খুন হবে অগন্তি সুখ প্রজাপতি  
সূর্যাস্ত থেকে সূর্যোদয় চেয়ে চেয়ে দেখবে
শিশু জস্নার অকাল মৃত্যু,  
অসম্ভব গুলোকে সম্ভব ভেবেও
সরল বিশ্বাসে আরও একবার
শুষে নিতে হবে জগতের সব দুঃখ রাশি,    
ভালোবেসে অবহেলা খুঁজে পেলেই-  
আমার কাল্পনিক স্বর্গ সংসার পাল্টে হবে  
কান্নার মাতম ভূমি
বিলাসী প্রতিশোধের অনলে  
নিজেকে সাজাবো শ্মশানের ফুলে
ভাসিয়ে দেবো সব রং রূপ বিরহের মাস্তুলে  
যদি ভালোবেসে অবহেলা পাই ...।