রক্ত উস্কে দেয় তোর আমার যত আবেগী অবগাহন গুলো
কামনার রদ্রে কেবলই হামাগুড়ি দিয়ে ছুঁয়ে দেখি দীর্ঘশ্বাস
স্পর্শের গভীরে আজ যা পাই, সব তার ইতিহাস হোয়ে গেছে
যেঁটুকু রেখে গেছিস তাতে কেটে যাবে অযুত বছরের কান্নায়
শত সীমাবদ্ধতায় নিজেকে পথিক ভেবে শুধু তোর সাথে
পায়ে হেঁটে,স্বপ্নের ফিতায়, মেপেছি কত অগন্তি বাসনার রাত
তোকে ভালোবেসে সাঁতরেছি গোপন জলের নিরবধি নদীতে
তুই তার কিছুই বুঝলি না,ফেলে গেলি অজন্তার অন্ধকারে
আজএকাকী শয্যায় শুয়ে থেকে পান কোরি স্মৃতির হেমলক বিষ
নিষিদ্ধ জস্নার আলোতে নিজেকে গুঁজে দেই ব্যথার পাণ্ডুলিপিতে
তোর প্রস্থানে তুই দিয়ে গেলি আয়ুহীন সুখ আর আমরণ কষ্ট
আমার প্রস্থানে,তোকে দিয়ে যাবো,আমাদের অসমাপ্ত প্রেমের মন্বন্তর পুরাণ ।