তুমি আর আমি মিলে আমরা হয়েছি আজ
ফেলে এসেছি অজস্র কষ্টের নোনা সাগর
মিলেছি সুখের মোহনায় তিলে তিলে
বিভোর হয়েছি অতলে ডুবেছি যতো
কুড়িয়েছি সুধার সরস মুক্ত বিন্দু অবিরত
দুজনের হৃদয়ের প্রশস্ততার সামিয়ানায়-  
প্রণয়ে বেঁধেছি কল্পনার স্বর্গীয় সংসার ।  
তুমি আর আমি মিলে অনাদিকালের কুঞ্জবনে
হাত ধরে হাটি পাশাপাশি, যতদূর দুচোখ যায়
শীতের সূর্য স্নানে তুমি মুগ্ধ করো নিজেকে
আর আমি সেই খুশীতে ছড়াই দীপ্ত, রাশি,রাশি
দুজনের রক্তের তাজা চৈতন্যে, অমৃতের স্বাদ    
বাঁধ ভাঙ্গে জোস্না সুশোভিত সুখের নদীতে  
আজ নিঃসঙ্গতা হারিয়েছে পরবাসে, আর আমরা  
উভয়ে পেয়েছি আমাদের অন্তিম ঠিকানা,  
সমাপ্ত-হীন এমন ফাল্গুনী ভালোবাসায় দুজন
কাঁটিয়ে দেই জনম জনম আজন্ম আশ্বাসে
আমাদের ঔরসে ফিরে পাক পৃথিবী আবার  
ফেলে আসা ভালোবাসার প্রাচীন সেই সুখ ।
যুগ যুগ থেকে আমারা থেকে যাই আমরা দুজন ।