শিকলকে নূপুর করে পায়ে বেঁধেছো,  
অমরত্বের যন্ত্রণায়ও মেনে নিয়েছো-    
আপন জীবনে অন্যের স্বৈরিতা,
প্রাণ স্বাধীনতার স্তম্ভগুলো শঙ্কিত,দোদুল্যমান
দিনে দিনে তোমার জীবনে শাসকের শোষণে  
নিষ্কণ্টক ভালোবাসা লুণ্ঠিত হয়ে-  
ছিটকে পরছে সব বন্ধন-    
তবু , তুমি কিছুই বল না।  
তোমার মস্তিষ্কে চেতনায় ভীতির ছানি
বিদগ্ধ সাহস,কোণঠাসা বুকের খাঁচায়,    
মলিন হয় স্বাধীনতা গোপন আর্তনাদে ,তবু  
জাগাতে পারো না আপন আমি কে,  
অযাচিত মুখগুলো যাচিত সম্পর্ককে
একে একে খুন করে, তোমার জীবনে,  
তুই যেন এক কাঠের পুতুল হোয়ে
দেখে যাও নিজ অস্তিত্ব সংহারের
উম্মাদ উদাম নিত্য,  
তবু কিছুই বলো না তুমি ।
চার দেয়ালের মাঝে নিজেকে বন্দি-কোরে
পান কোরছো বিষণ্ণতার সুধা
অসহায়েত্তের অজুহাতে ভোতা চেতনার চিতায়  
পুড়ে যায় জীবনের সব রঙ রূপ
একে একে খাক হয় স্বপ্নের গালিচা,  
এই ভেবে নিজেকে সুখী করো -
নারী মানেই কুয়োর ব্যাঙ,  
মিথ্যে প্রবোধে লালিত হয়-  
হীনমন্যতার বটবৃক্ষ, আর তাই      
কিছুই বলো না তুমি ।