এই অস্থায়ী ঠিকানায় স্থায়ী শান্তিচুক্তির প্রহসন চলছে    
দিনে দিনে অদৃশ্য ঘুণে, খাচ্ছে সত্যিকারের জিয়নকাঠি,      
ধরণীর রহস্য কুয়োয়,ঝাপ দিয়ে মরছে মানুষ নামের অর্ধোম্মাদরা      
নতমস্তকে কুর্নিশ করে আহ্বান করছে অশুভো দানব- কে
বুঝে অথবা নাবুঝে নিজেই হচ্ছে সুখ আর দুঃখের বিভাজিকা,
পার্থিব সুখের উপত্যকায় পৌঁছানোর লোভে, ভেসে যাচ্ছে আসল প্রাপ্তি  
আর ক্রমেই পরছে বুদ্ধিভ্রষ্ট দুর্বিপাকের লজ্জানাশ চক্রে    
যখন,অবাধ্য জীবিকার ভূত,ঠেলে দেয় পাপের পূর্ণ পেয়ালা-
অতৃপ্ত আত্মা, আকণ্ঠ ভরে পান করে অশুভ,শোভনের চোখ বেঁধে,        
ভুলে যায়,অতন্দ্র প্রহরী দ্বারা নিয়ন্ত্রিত সব সীমারেখা, ভুলে যায় -        
এই নন্দিত নরকের সকল মূর্খ-চর্চা শুধুই ভুলের সাগরে ক্ষণিকের সাঁতার
আসন্ন বিপদ ছাপিয়ে নিজেকে নিমজ্জিত করা মিথ্যে মোহগ্রস্ততায় ।      
একদিন উপলব্ধির ঢেউ, চোখের জলের নোনায় পৌঁছাতেই শেষ হয় সময়,  
দেহের নির্লিপ্ততায়,সকল ভুল গুলো কাঁধে নিয়ে যেতে হয়, না ফেরার দেশে।