অন্তর আকাশ তেপান্তরের ভেজা রংধনু,      
রক্তে জড়ানো মরমীর মায়া,    
চোখ জস্নায় ভরা যৌবন,  
আমার বুকের গঙ্গায় উজান,  
তুমি হাত বাড়ালেই দেখবে
সব সত্যি হয়ে গেছে ।  
এক পৃথিবী সম স্বপ্নের চারা গাছ  
অন্তরাত্মার বিস্তর বাগানে
মুহূর্তেই ফুঁটাতে পারে ফুল
যদি তুমি একবার ছুঁয়ে দাও ।
কল্পনার আশকারায়,
ক্যাবের চিলেকোঠায় হুলুস্থুল বর্শায়
ভিজবে তাজা চাঁদ, আমাদের সাথে,  
যদি তুমি আমার হোয়ে যাও ।