তার মাথায় টুপি, গালে সাদা শুভ্র দারি  
সালাম জানিয়ে মুরুব্বীর রুমে প্রবেশ করলাম  
বরাবরের মতোই,পরিচয় দিয়ে, বিনয়ী ভঙ্গিতে-  
পুনরায় তার কাছে আসার কারণ বর্ণনা কোরতেই
কর্তব্য ও করনীয় বেমালুম উপেক্ষা কোরে
তিনি হাতের ইশারায় থামিয়ে দিয়ে বললেন,  
আপনার ফাইলটা খুঁজে পাচ্ছি না
একটু সময় লাগবে,বঝেন- ই- তো ব্যস্ত থাকি
সামনে কুরবানীর ঈদ অনেক খরচ হা হা হা ।
তার এই উদ্দেশ্য প্রণোদিত নির্লজ্জ হাসি
আমাকে মনে করিয়ে দিলো, আরও একবার  
এটা স্বাধীন দেশের স্বাধীন সরকারী অফিস
যেখানে,পূর্ণ দমে স্বাধীনতার বলৎকার চলে নিত্যই
স্বাধীন ভাবে চলে পরাধীন অসহায় মানুষের মুন্ডুচ্ছেদ  
সাধারণ খেঁটে খাওয়া লোকের রক্তের উপার্জনে মেটে  
পদস্থ কর্মকর্তাদের সৌখিন বা বিলাসী ভোগের পণ্য
আমি লজ্জিত হোয়ে প্রস্থান নিলাম আবারও,
শঙ্কিত হলাম, সত্যিকারের স্বাধীনতার শঙ্কায়
হায় রে দেশ ! হায়রে স্বাধীনতা ! হায় রে মানুষ !
হায় রে তার হীনতা ।