আমার অস্তিত্ব টের পাবে
যখন তোমার একলা মগজ
সৃতির পিঁপড়া খাবে,
আমার অস্তিত্ব টের পাবে।
আমি তোমার সাথেই ছায়া
মনের ভুলে ধড়তে গিয়ে
দেখবে মিছে কায়া
আমি তোমারই এক ছায়া ।
আমায় ভুলবে তুমি কিসে
বিষণ্ণতার শূন্য ঘরে
উঠবে ভোরে বিষে
আমায় ভুলবে তুমি কিসে ।
তুমি পালাবে কোন খানে
আমি তোমার কোথায় ছিলাম
কোন প্রণয়ী তানে
সব বিধাতা জানে
তুমি পালাবে কোন খানে ।
তুমি আমায় জুড়েই থাকো
কেউ জানে না কেউ বোঝে না
লুকীয়ে সব রাখো
জানি আমায় জুড়েই থাকো ।
নেই যদিও আমি
এখন তোমার জীবন মাঝে
আমিই হোলাম দামী
নেই যদিও আমি ।
এইতো ছিলো চাওয়া
তোমার গুমোট একলা খাঁচায়
আমায় খুঁজে পাওয়া
এইতো ছিলো চাওয়া ।
ভালো থেকো তুমি
আমার সৃতির জল্পনাতে
বিশাল গগণ চুমি
ভালো থেকো তুমি ।