হৃদয়ের নিরন্ন দশায় তুমি জীবনে এলে,  
নিদখরা চোখের আলোতে নির্ঘুম রাত ছাড়া
আর কিছুই যে বাঁকি নেই দেবার,
বিষণ্ণ তিতির ঠোঁটে লেগে আছে বৈরি সায়াহ্নের ব্যথা
অস্ফুট বেদনার মর্গে জল রঙ ফাঁকি দেয় চোখ
কি দেবো তোমায় ?
অকিঞ্চন চিত্ত নিরবধি পারি দেই মরুভূমির নদী  
অদৃশ্য দহনের শ্বাস ভরি বুকের খাঁচায়, শূন্য দুরাশায়
বিদ্রোহী রক্তের কণিকা ঝিমিয়ে গেছে অনল গিলে
মীনাক্ষী নয়ন সচকিত স্বপ্ন ভাঙ্গা নক্ষত্রের পতনে
কি দেবো তোমায় ?
হৃদয়ের সব কথকতা স্তিমিত হয়ে গেছে অর্জন ভুলে
আমৃত্যু হাবুডুবু মরা আশার ফসিল সাগরে
বিভীষিকার কুন্ডুলি বিস্তৃত দাবানলে
তুমিই বোলে দাও , কি দেবো তোমায় ?