অন্তর স্পর্ধার সীমানা পেড়িয়ে
তোমাকেই ভালোবেসেছিলাম
সে কি মিথ্যে ?
ছেড়ে যাবার ক্ষণে-  
কিছু তো ফেলে এসেছিলাম, তোমাতে  
নইলে এখনো কাঁদে কেনো বেহায়া মন ?
এখনো ভালোবাসো,অথচ
তোমার অস্বীকৃতির সকল শব্দচয়নে
আমি দেখি অদৃশ্য সম্মতির জল ছবি,  
আমি না হয় ফেলে আসা পথের
দুঃখ টোকাই সেজেই বসে আছি  
তুমি কেনো এখনো দোসর শূন্য রাজ্যের  
রানী হয়ে থাকলে ?
আমাদের চোখ বেঁধে অভ্যাসের চরকা কাটছে জীবন
সব কিছুই মেনে নিয়ে  
সকল বাসনা বৃক্ষে
নীয়তয়ই আঘাত হানছে সৃতি-  
তবুও, কেউ কিছু বলি না
যদিও কিছুই ভুলি না
শুধু থেকে যাই নির্বাক শ্মশান হোয়ে ,  
এভাবেই, পুড়ে যায় আয়ু স্পষ্টত-    
নিথর অস্প্রিহার অনলে,  
আমরা অভিমানে, চাওয়ার নয়নে  
না চাওয়ার ঠুলী এঁটে
দুজনেই বাস করি
না দেখার মর্গে ।