আমি বিশ্বাস করিনা !  
মনের সূর্য অস্ত যায় অনন্ত অবধি,
অথচ তুমি বলছো সব ভুলে গেছো,    
আঁধারে ঢেকেছে সব প্রেম অর্জন, অদ্যাবধি ।  
পাঁজরের মরমের শ্বাস গুলো এখনো দৃঢ়-      
দুঃখ সেজে বসে থাকে সৃতির খড়কুটো আঁকড়ে
না দেখার অভ্যাসে তুমি ভাবছো সব মুছে গেছে,  
আমাদের ভালোবাসার দগ্ধ লাসের উপর  
না বোঝার অসভ্য বাজ পাখিদের স্বজন প্রীতি-    
দেখে মনে হতেই পারে, আমরা পরাজিত  
ব্যথার আঁধার লুকীয়ে-      
হয়তো শত পুঞ্জময় অভিমানের কিনারায় বসে    
বলছো, আর মনে পরে না আমায়,    
আমি তো বুঝি, দেখি তোমার চোখের-    
কৃষ্ণ আঁধারেও আশার জরাজীর্ণ দুয়ারে-    
দুজনার মেলবন্ধন আশার পিদিম জ্বলছে,    
তবে,কেনো এমন প্রকাশের অনীহায় রেখেছ ঢেকে -
নিরুপায় নিজেকে ?      
কোন অভিহত বিরহে এমন সেজেছ তুমি ?    
বেষ্টনীর কোন বৃত্তে রাখো আপন চাওয়া পাওয়া  ?  
সোনালী-স্বপ্ন, কুঞ্জবনে একসাথে হেঁটে যাওয়া  
সব-ই কি ভুলে গেছো চিদানন্দ যে ছিলো-  
তোমার গহীনে সবটুকু সুখ ঘিরে  ?
আজো আমি তোমার দূষক নই, হতে চাই  দুঃখ শুষোক
যদি বোঝো সব পাবে, নইলে অদৃশ্য না বোঝায় সব হারাবে ।