ভাষার ইমারত আর কলম কালির চরম বশ্যতায়  
পেরেছে কি কেউ কখনো কারো দুঃখ বোঝাতে?
শব্দের সৈনিকেরা বোঝা না বোঝার অভিশাপ কাঁধে চাপিয়ে
শব্দের অণুচক্রিকার খোঁজে হানা দেয় শব্দের বাড়িতে,দ্বিপ্রহরে  
উদ্দেশ্য শুধু, কেউ বুঝুক তাদের শ্বাস ভেজা চোখের জল-  
দিনে দিনে কিভাবে কালি হয়ে দেখা দেয় কবির কলমে
জীবনের ধারাপাতে যন্ত্রণার বাহুডোরে কষ্টের ত্রিশূলের বিষে
কিভাবে গড়ে ওঠে এক একটা শিল্প,এক একটা কবিতার ধরাধাম
কাব্য, ঐশ্বর্য আলোর অট্টালিকায় বসে মুচকি হাসে, আর    
জগৎসংসার পরিহাস করে, কবির সাহিত্য পুরাণ না বুঝেই  
তার সকল মহিমা তুচ্ছ হয় সকলের হৃদ আদালতে নিয়তই    
না বোঝার ভরা মজলিসে সকল সত্য প্রমাণিত হয় বিমূঢ় হিসেবে  
কবির চিরন্তন সত্য, চিরদিনই থেকে যায় চির-চেনা অচেনার অলক্ষ্যেই।