মাথার উপর ছড়ি ঘুরায় কে
বলো কোন শ্বাপদ ?  
ভাবছ তুমি আপন সে জন
আসলে কিন্তু আপদ ।
মিষ্টি কথায় দৃষ্টি রাখে
তোমার চলায় বলায়
আসলে কিন্তু সূক্ষ ভাবে
বাঁধছে দড়ি গলায়
তার বিনয়ী ভাবটা দেখে
তুমি বিগলিত
আসলে কিন্তু চিনতে তাকে
তুমিই পরাজিত।  
বিশেষণে তার গুণগান
যতই ভরি-ভরি
তোমার মাথার উপর থাকে
তার ঘুরানো ছড়ি
তাইতো বলি সত্যিকারের
স্বাধীন তুমি নও
সময় আছে,থাকতে সময়
মানুষ চিনে নাও ।