আকাশ মোদের ছাঁদ
হাসতে পারি গাইতে পারি
অপার ভালবাসতে পারি
তবু কেনো অন্য সুখে
তপ্ত প্রতীবাদ ?
আঁকাস মোদের ছাঁদ।
আমরা সবাই একই পরিবার
এক পেয়ালায় মিটাই খুধা
অন্য হাসি আপন সুধা
হটাত কেন হিংসে এসে  
মনটা কদাকার ?
একই পরিবার ।
আমরা সবাই এক বাগানের ফুল  
দুলতে পারি সকল সুখে
কাঁদতে পারি অপর দুখে  
কেনো মিছে খুঁজতে যাবো
আরেক জনের ভুল ?  
এক বাগানের ফুল ।  
আমরা সবাই পা মিলিয়েই হাটি  
প্রেম বিনয়ে বলছি কথা
সমবেদন অন্য ব্যথা
ভুল যদি হয় নাই বা ধরি
সকল খুঁটিনাটি ?
পা মিলিয়েই হাটি ।  
আমরা যেন তারা রাশিরাশি
জ্বলতে থাকি এক আঁকাসে
সবাই সুখী প্রেম বিকাসে  
চাই যে সবার থাকুক ভরে
মুখটা হাসি হাসি
তারা রাশি রাশি ।
আমরা সবাই আমরা সবার  
যেঁটুকু যার যোগ্য পাবার
সম্প্রীতি আর আদর দিয়ে
করবো ক্ষমা আবার
আমরা সবাই সবার।